আন্তর্জাতিক আকাশ পথের রি-ফুয়েলিংয়ের স্থান হবে কক্সবাজার

- আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক আকাশ পথের রি-ফুয়েলিংয়ের স্থান হবে কক্সবাজার। এর জন্য সব ধরনের উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছে সরকার। কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন ধরে রাখতে যত্রতত্র স্থাপনা নির্মান না করতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি। চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ করার কথাও জানান, শেখ হাসিনা। সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহরকে সমৃদ্ধ করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়েছে।
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আন্তর্জাতিক আকাশ পথের রি-ফুয়েলিংয়ের স্থান হবে কক্সবাজার। এর জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
কক্সবাজারকে আরো আকর্ষনীয় করতে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ করার কথাও জানান, সরকার প্রধান।
কক্সবাজারকে আন্তর্জাতিকভাবে সুন্দর করে গড়ে তুলতে ও সুরক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবানও জানান প্রধানমন্ত্রী।
দেশে লবনের উৎপাদন বাড়াতে কক্সবাজারের লবন চাষিদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।