আনিসুল করিমের দাফন গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আনিসুল করিমের দাফন গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হয়েছে।
সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে। এর আগে স্থানীয় ভাওয়াল রাজবাড়ি মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। সহকারী সুপার মোহাম্মদ আনিসুল করিম গাজীপুরের আহসানুল করিমের গ্রামের বাড়ি বাসিন্দা। সোমবার তাকে এর আগে মানসিক চিকিৎসার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হলে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে।