আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।
সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের আমিরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আতাইকান্দা বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ ওই কর্মী আমিরুল। সে সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থি নেতা নিস্তার’র ঘনিষ্টজন বলে আমিরুলের এলাকায় পরিচিতি রয়েছে। ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ করে স্থানীয়রা।
এদিকে, মাদারীপুরের কালকিনিতে আব্দুস সালাম মৃধা নামের এক ব্যবসায়ীর নিজ ঘরে থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।