আঠারো মাস পর আজ খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আঠারো মাস পর আজ খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেন।
যেসব শিক্ষার্থীরা অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন শুরুতে তারা হলে উঠার সুযোগ পাচ্ছেন। হলে উঠতে টিকা নেওয়ার প্রমাণপত্র ও হল কার্ড দেখাতে হচ্ছে। শিক্ষার্থীদের হলে ওঠার জন্য মাস্ক ব্যবহারসহ অবশ্যপালনীয় ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে। এদিকে, যারা এখনও টিকা পাননি তাদের জন্য ২০ হাজার ডোজ টিকার ব্যবস্থা করেছে প্রশাসন। সকাল সাড়ে ৯টা থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়।