আজহার আলীকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আজহার আলীকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
রাওয়ালপিন্ডিতে আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। স্কোয়াডে নতুন মুখ অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং অফ স্পিনার বিলাল আসিফ। এই দু’জন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ছিলেন। এছাড়া দলে আছেন আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল হক, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।