আজকের মধ্যে ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

- আপডেট সময় : ০৩:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৬১২ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর দাবি জানিয়ে স্থানীয় সরকার সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ইশরাক হোসেনের পক্ষে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ২৭ মার্চ ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
রায়ে আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ এবং ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দেন। তবে নির্দেশনা অনুসারে এখনও গেজেট প্রকাশ না হওয়ায় এবং শপথ অনুষ্ঠিত না হওয়ায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশে বলা হয়, আজকের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।