আজকের এই দিনে ‘ম্যারিএন’ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় দেড় লাখ মানুষ
- আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
১৯৯১ সালের ২৯ এপ্রিল এইদিনে ভয়ঙ্কর ‘ম্যারিএন’ নামের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে প্রাণ হারায় প্রায় দেড় লাখ মানুষ। একই সাথে মত্যু হয়েছিল ১ লাখেরও বেশি গবাদি পশুর।
আবহাওয়া অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন গভীর বঙ্গোপসাগর ছিল প্রলঙ্কয়ংকারী এই ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল। প্রথমদিকে ঝড়ের গতিবেগ কিছুটা কম থাকলেও রাতে তা বেড়ে দাঁড়ায় ঘণ্টায় ২১০ কিলোমিটার। সমুদ্র থেকে প্রচণ্ড বেগে আঘাত হানে উপকূলীয় এলাকায়। একই সঙ্গে আঘাত হানে ২৫ থেকে ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস। ভয়ঙ্কর এ দুর্যোগে উপকূলীয় এলাকায় অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। তবে সরকারি হিসাবে উপকূলে ১ লাখ ৪৫ হাজার মানুষ এবং ৭০ হাজার গবাদি পশুর প্রাণহানির কথা বলা হলেও ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র ছিল আরও অনেক বেশি।
প্রিয়জন হারানো মানুষগুলো আজও ভুলতে পারেনি সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের দিনের কথা। দিবসটি উপকূল-বাসীর জন্য একটি ভয়াবহ শোকের দিন। প্রতিবছর এ দিনে বিভিন্ন কর্মসূচি থাকলেও এবার করোনা, রমজান ও লকডাউনে তা সম্ভব হয়নি। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কক্সবাজার উপকূলের সেই ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধ এখনো অরক্ষিত থেকে যাওয়ায় হতাশ উপকূলবাসী।
























