আজওয়াদ হাসান তাবিব- এর দাফন সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
এসএ গ্রুপ অব কোম্পানিজের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুরের ছোট ছেলে আজওয়াদ হাসান তাবিব- এর দাফন সম্পন্ন হয়েছে।
দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি ঈদগাঁ মাঠ দ্বিতীয় নামাজে জানাযা শেষে বাতাকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তাবিবের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে, সকালে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গেলো রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করে আজওয়াদ হাসান তাবিব। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।