আজ হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলার পাঁচ বছর

- আপডেট সময় : ১২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলার পাঁচ বছর আজ। ২০১৬ সালের ১জুলাই রাতে জঙ্গি হামলায় হলি আর্টিজান তছনছ হয়ে যায়। গুলি চালিয়ে, কুপিয়ে, ভারি অস্ত্রে আঘাত করে জঙ্গিরা হত্যা করে গর্ভবতী নারী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী বিদেশী নাগরিকদের। সেদিন দেশি-বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
প্রথম দফায় ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাতে গেলে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। হামলার ব্যাপকতা দেখে একে একে যুক্ত হয় রেব, বিজিবি, নেভি কমান্ডো ও সেনাবাহিনী। পরে অপারেশেন থান্ডারবোল্ট পরিচালনার মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘন্টার শ্বাসরুদ্ধ কর জিম্মদশা। নিহত হয় সব হামলাকারীরা। এছাড়া পরবর্তীতে বিভিন্ন সময়ে অভিযানে মারা যায় আরও ১৩ জঙ্গি। একই বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে জেএমবির ৭ সদস্যকে ফাঁসির রায় দেয় আদালত। প্রতিবছর নিহতদের স্মরণে গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই বাড়িটি খুলে দেয়া হলেও করোনার কারণে গতবছর থেকে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়।এবছরও কঠোর বিধিনিষেধের মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়।