আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি আর ভিশন-২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলেই আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ বলে জানিয়েছন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় কৃষিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর যেখানে ১ কোটি দশ লক্ষ টন ধান উৎপাদন হতো সেখানে আজ ৩ কোটি ৮৭ লক্ষ টন ধান উৎপাদিত হচ্ছে। গম আর ভূট্টা উৎপাদিত হচ্ছে সাড়ে ৪কোটি মেট্রিকটন বলেও জানান কৃষিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।