আজ সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে সালাম জানিয়ে তিনি বলেন, একমাস সিয়াম সাধনার আসছে পবিত্র ঈদ উল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, তাদেরও ঈদের শুভেচ্ছা তিনি। প্রধানমন্ত্রী সবাইকে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার অনুরোধ জানান।