আজ শুরু হচ্ছে ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন

- আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কঠোর নিরাপত্তা সতর্কতায় স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ১৯৬টি দেশের মধ্যে রয়েছেন বিশ্ব নেতারা, জলবায়ু বিশেষজ্ঞ, মীমাংসাকারী ও সাংবাদিক।
এছাড়া হাজার হাজার পরিবেশ কর্মী, অ্যাকটিভিস্ট ও অনেক ব্যবসায়ীও এতে হাজির হবেন। কনফারেন্স অব দ্য পার্টিজ…কপ ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলন স্থলসহ এর আশপাশের এলাকায় প্রতিদিন ১০ হাজার পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে। নিরাপত্তার কারণে সম্মেলন চলাকালে বিশ্ব নেতাদের গ্লাসগোর পরিবর্তে এডিনবার্গে রাখা হবে। কপ২৬ চলাকালে বন্ধ থাকবে শহরের বড় বড় রাস্তাগুলো। প্রায় ৮শ সম্ভাব্য সন্ত্রাসী থাকবে কঠোর গোয়েন্দা নজরদারিতে। সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় স্কটল্যান্ডের ১৩টি বিভাগের অধিকাংশ পুলিশ কর্মকর্তা জড়িত থাকবে।