আজ রাত ১০টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
দাপুটে জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়েছে ১ রানের ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে প্রোটিয়ারা। এবার সিরিজ জয়ের মিশন প্রোটিয়াদের সামনে। জয়ের ধারা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেত চায় স্বাগতিকরা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে সফরকারীরা।