আজ রাত ১০ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।
ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খুইয়েছিল দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজে প্রথমটি জিতলেও পরে টানা তিন ম্যাচ হেরেছিলো প্রোটিয়ারা। এরপর জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচ হয়েছিল পরিত্যাক্ত আর শেষ ম্যাচে হেরে ১-১ ব্যবধানে শেষ করে ওয়ানডে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। যেখানে প্রোটিয়াদের ৮ জয়ের বিপরিতে ইংলিশদের জয় ৬টি। একটিতে টাই এবং পরিত্যাক্ত হয়েছে একটি ম্যাচ। দুই দলের সবশেষ সাক্ষাৎ কার্ডিফ। যেখানে ১৯ রানের ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা।