আজ বাংলাদেশের প্রতিপক্ষ দুর্বল পাপুয়া নিউগিনি

- আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আজ বাঁচা মরার ম্যাচ বাংলাদেশের।প্রতিপক্ষ দুর্বল পাপুয়া নিউগিনি। বিকেল ৪টায় আল আমারাত স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
হারলে বিদায় আর জিতলে কোন সমীকরণ ছাড়াই পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে বাংলাদেশ।প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে হারায় বাংলাদেশ, টিকিয়ে রাখে মূল পর্বের স্বপ্ন। তবে যথারীতি টাইগারদের চিন্তার কারণ ব্যাটিং ব্যর্থতা, সঙ্গে পাওয়ার প্লে কাজে না লাগানো। যদিও পাপুয়া নিউগিনির বিপক্ষে সব আক্ষেপই মিটাতে চাইবেন সাকিব, মুশফিক,মাহমুদউল্লাহরা।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রাম ছিলেন ক্রিকেটাররা। অন্যদিকে টানা প্রথম দুই ম্যাচে হেরেছে পাপুয়া নিউগিনি। তাই টুর্নামেন্টে থেকে এক প্রকার বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তারপরও শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে মরিয়া পাপুয়া নিউগিনি। এদিকে, মূল পর্ব নিশ্চিতের মিশনে অন্য ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও স্বাগতিক ওমান।