আজ বসেছে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
আজ বসেছে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান। এই স্প্যান বসায় সেতুর ৫ হাজার ৪শ’ মিটার দৃশ্যমান হলো। এখনো বাকি সেতুর ৫টি স্প্যানের ৭৫০ মিটার অংশ।
কারিগরি জটিলতা দেখা দেয়ায় গতকাল স্প্যান বসানো যায়নি। ফলে আজ সকালে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুততার সঙ্গেই পদ্মাসেতুর ৩৬তম স্প্যানটি বসানোর কাজ সেরে ফেলা হয়। স্প্যনটি বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৪শ’ মিটার অংশ । সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর ওয়ান-বি নামের স্প্যানটি বসানো হয়। এরইমধ্যে ৩৫টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ২শ’ ৫০ মিটার। সেতুর প্রকল্পসূত্রে জানা যায়, ৩১ অক্টোবর পর্যন্ত পুরো পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। মূল সেতুর বাস্তব কাজের ৯০ দশমিক ৫০ শতাংশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
























