আজ দেশব্যাপী ৬৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন

- আপডেট সময় : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে একই সময়ে সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশ হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর শহরের বড় বাজারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।