আজ দক্ষিণ আফ্রিকায় ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগসে অংশ নেবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
জোটের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে কথা বলবেন তিনি। এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নিউসির সাথে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসার দেয়া মধ্যাহ্নভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। পরবর্তীতে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রউসুফ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভার সাথেও হবে দ্বিপাক্ষিক আলোচনা।