আজ থেকে যদি কেউ কোর্টে মিছিল-মিটিং করে তাহলে তিনি আদালত অবমাননার অন্তর্ভুক্ত : অ্যাটর্নী জেনারেল
- আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আজ থেকে যদি কেউ কোর্টে মিছিল-মিটিং করে তাহলে তিনি আদালত অবমাননার অন্তর্ভুক্ত হবেন এবং সেইসব আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলে।
সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। এর আগে বিএনপিপন্থী আইনজীবী নেতাদের আদালত অবমাননার শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ১৯ অক্টোবরে হবে বলে ধার্য করে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতি এই দিন ধার্য করেন। প্রধান বিচারপতি বলেন, এই শুনানির দিন ধার্যের জন্য তারা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, আদালত অবমাননার শুনানি কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গতকাল আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।





















