আজ তিন জেলায় সমাবেশ করছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ তিন জেলায় সমাবেশ করছে বিএনপি।
গত ২২ ডিসেম্বর থেকে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে দলটি। এরই অংশ হিসেবে আজ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, লালমনিরহাট ও পটুয়াখালীতে সমাবেশ করছে। আজ মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা। এছাড়াও অন্য জেলায় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, নঁওগায় ১৪৪ ধারা জারি এবং ফেনীতে আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারির মৃত্যুতে দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।