আজ জাসদের সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে আজ জাসদের সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রাজনৈতিক দলগুলোর সাথে অংশ হিসেবে দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশ নেবে। জাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের ওপরই তারা গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে। আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।