আজ ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি হবে মোহামেডান-আবাহনী
- আপডেট সময় : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর বাইরে ঢাকা ডার্বি। আজ ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি হবে মোহামেডান-আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
ঢাকায় ফেডারেশন কাপে হারলেও এবার ঘরের মাঠে খেলবে সাদা-কালোরা। তবে প্রথম তিন ম্যাচ জিতে সবার উপরে আকাশী-নীলরা। লিগে গোল হজম না করে অপরাজিত ধানমন্ডির জায়ান্টরা। হোম ভেন্যুতে হার দিয়ে শুরু, বাকি দুই ম্যাচে এক জয় এক ড্র সঙ্গী মোহামেডানের। দু’দলের পরিসংখ্যানে এগিয়ে আবাহনী। ২৪ ম্যাচে ১১ জয় আকাশী-নীলদের। বিপরীতে সাদা-কালোরা জিতেছে মাত্র ৫ টিতে। ড্র হয়েছে ৮ ম্যাচ। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে সবশেষ ম্যাচে ৩-০ গোলে জিতেছিলো আবাহনী। তবে, পরিসংখ্যানকে ছাড়িয়ে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ঢাকা ডার্বি। এদিকে, আরেক ম্যাচে বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে শেখ রাসেল। আর সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব





















