আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

- আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আজ ২৫শে নভেম্বর। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিনটিকে সামনে রেখে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’।
সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা, নারী নির্যাতনমুক্ত রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
পাবনা, নড়াইলের মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে।
দিবস উপলক্ষে নারী ও শিশুধর্ষণ এবং সব ধরনের যৌন সহিংসতা বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পাঁচুরমোড়ের জিরো পয়েন্টে কয়েকটি সংগঠনের ব্যানারের মানববন্ধনে সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানান অংশগ্রহণকারীরা।
ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে সাইকেল রেলী ও বিক্ষোভ গণ-সমাবেশ হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্ত্বর থেকে রেলিটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়।