আঙুলের অস্ত্রোপচারের জন্য আরব আমিরাত গেছেন মমিনুল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আঙুলের অস্ত্রোপচারের জন্য আরব আমিরাত গেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক। সকালে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে ২৮ নভেম্বর খুলনার বিপক্ষে চট্টগ্রামের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান মমিনুল। আঙুলে ব্যথা নিয়ে ব্যাটও করেছিলেন। তবে, সেই ম্যাচের পর বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে আর খেলা হয়নি চট্টগ্রামের এই ব্যাটসম্যানের। এবার অস্ত্রোপচারের পর নির্ধারিত হবে, তার মাঠে ফেরার সম্ভাব্য সময়। ফলে এখনো অনিশ্চিত আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টেস্ট অধিনায়কের খেলা।



















