আগের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫০ বার পড়া হয়েছে
আগের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকশেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে জেতানোর জন্যই তড়িঘড়ি করে ঢাকা দুই সিটি’র তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ফলাফল কারচুপি করতে ইভিএমে দারুণ সুযোগ রয়েছে। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের জন্য দলের আগ্রহী প্রার্থীদের আবেদনের তারিখ ঘোষণা করেন তিনি। সে অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর দলের মনোনয়নপত্র সংগ্রহ, ২৭ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে জমা এবং ২৮ তারিখ প্রার্থী চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব।






















