আগের চেয়ে বাহিনীর সক্ষমতা বেড়েছে : সেনা প্রধান

- আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আগের চেয়ে বাহিনীর সক্ষমতা বেড়েছে উল্লেখ করে সেনা প্রধান জেনারেল এস.এম. শফি উদ্দিন আহমেদ বলেছেন, এ কারণে দেশে-বিদেশে তাদের ওপর দায়িত্ব আরো ভালোভাবে পালন করা সম্ভব। এজন্য সবার সহযোগিতা চাইলেন তিনি।
সকালে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৬ তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এসে পৌছলে সেনা প্রধানকে গার্ড অব অনার জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল চৌকশ সদস্য। এসময় রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক সেনা প্রধানকে রেঙ্কব্যাজ পরিয়ে দেন। উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন তিনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আরো আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে দেশের সবচেয়ে প্রবীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল এস.এম শফি উদ্দিন আহমেদ