আগুনের ঘটনা গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৮১১ বার পড়া হয়েছে
রাজধানীর মার্কেটগুলোতে আগুনের ঘটনা গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মধুবাগে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা জনান তিনি। আওয়ামী লীগ নাশকতা করে না এবং নাশকতাকে প্রশ্রয় দেয়ও না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর মধুবাগে দুস্থ ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকত কি না তা খতিয়ে দেখা হবে। আওয়ামী লীগ সরকার নাশকতাকে কখনো প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি।
এদিকে দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

























