আগামীতে দেশের কৃষিখাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভবনা : জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
 - / ১৮৮৬ বার পড়া হয়েছে
 
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আগামীতে দেশের কৃষিখাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভবনা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-ফাউ। রাজধানীর বনানীতে কৃষিভিত্তিক শিল্পোন্নয়ন নিয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য উঠে আসে। উৎপাদন বাড়াতে আধুনিক কৃষিব্যবস্থা দরকার বলে জানান কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক। কৃষিভিত্তিক শিল্পের বিকাশ নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশে কৃষি ভিত্তিক শিল্পায়নের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর এক হোটেলে সেমিনারের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-ফাউ।
অনুষ্ঠানে, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান বক্তারা।
কৃষিজ শিল্পের বিকাশে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
কৃষিকে জলবায়ুর সাথে সহিষ্ণু করতে তুলতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।
																			
																		












