আগামীকাল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

- আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দীর্ঘ ৬ বছর পর আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে সম্মেলনে সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীরা তাদের যোগ্যতা প্রমাণ করেত ঘুরছেন নেতাকর্মীদের কাছে। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা সমাবেশে। সেই সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রধানমন্ত্রী যাকে নির্বাচিত করবেন তাকে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ায় অংশীদার হবেন। এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত উপজেলা আওয়ামী লীগ। নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। সম্মেলনকে ঘিরে উপজেলার হেলিপ্যাড মাঠে নির্মাণ করা হযেছে মঞ্চ। সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোড়ন ও টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। তবে ত্যাগী নেতাদের কমিটিতে আনা হবে এমনই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের।