আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হবে আসর।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় হবে এ প্রতিযোগিতা। ৩০ প্রতিযোগি’র মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন মহিলা সাঁতারুকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে সুইমিং ফেডারেশন। প্রতিযোগিতায় ছেলেদের জন্য ১০ আর মেয়েদের মধ্যে নির্ধারন করা হয়েছে ৮ কিলোমিটার।অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। এসময় উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। এদিকে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২১’র মার্চে আরো একটি সাঁতার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পানা করছে সুইমিং ফেডারেশন।