আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে আওয়ামী লীগ

- আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে আওয়ামী লীগ। বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, করোনাভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বুধবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। উদ্ভূত পরিস্থিতিতে যখন যেটা করতে হবে প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দিক নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।