আগামী ১৯শে জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
সৌদি আরবের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র জ্বিলহজ্জ মাস। আগামী ১৯শে জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ, ২০শে জুলাই পালিত হবে ঈদুল আযহা।
এদিকে চলমান করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না। সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন। মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতি বছর এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।