আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের এবারের আসর স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের এবারের আসর স্থগিত করা হয়েছে।
সরকারের নির্দেশ অনুয়ায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ ও আইপিএলের শীর্ষ কর্মকর্তারা মিলে আজ এই সিদ্ধান্ত নেন। আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আসরের। এরই মধ্যে প্রতিযোগিতার আট ফ্র্যাঞ্চাইজির কাছে বার্তা পাঠিয়েছে আইপিএলের আয়োজক কর্তৃপক্ষ। শনিবার মুম্বাইয়ে দলগুলোর মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রভাব পড়েছে করোনা ভাইরাসের। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের শীর্ষ প্রতিযোগিতা স্থগিত করেছে। কিছু ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে স্টেডিয়ামে দর্শক প্রবেশ।