আগামী সংসদ নির্বাচনে কোন দল অংশ না নিলে তারা পিছিয়ে পড়বে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সংসদ নির্বাচনে কোন দল অংশ না নিলে তারা পিছিয়ে পড়বে, সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার সুযোগ নেই।
দুপুরে মাগুরায় ৪৩ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ১ লাখ ১১ হাজার ১৩৬ বর্গফুট আয়তনের ৮ তলা নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এসময় আইনমন্ত্রী আরো বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার সরকার বিচার বিভাগর সকল উন্নয়ন সাধন করছেন।
দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সরোয়ার, সিনিয়র দায়রা জজ অমিত কুমার দে, স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বিরেন শিকদারসহ আরো অনেকেই। পরে বিকালে তিনি স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় যোগ দেন আইনমন্ত্রী।