আগামী বাজেটে সরকারের কাছে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছে : এফবিসিসিআই
																
								
							
                                - আপডেট সময় : ০২:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
 - / ১৮৬৭ বার পড়া হয়েছে
 
আগামী বাজেটে সরকারের কাছে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। অর্থমন্ত্রী বলেছেন, বাজেট তৈরিতে সবার কথাই সরকার শুনছে এবং সেগুলো বাস্তবায়নের উপায় খোঁজা হচ্ছে। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত বাজেট অগ্রাধিকার শীর্ষক আলোচনায় এসব দাবি উঠে আসে। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, মুখে উন্নত রাষ্ট্র গঠনের কথা বলা হলেও রাজস্ব প্রদানে জনগণের উদাসীনতা রয়েছে।
বাজেটের আগে অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক কমিটির এই সভার আয়োজন করে এফবিসিসিআই।
এসময় অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে ব্যবসায়ীরা অনাদায়ী কর পরিশোধ, ব্যাংক ঋণের চড়া সুদ, জ্বালানি সংকট ও ডলার সংকটের প্রতিকার চান।
এফবিসিসিআই সভাপতি বলেন, বিনিয়োগ পরিবেশ তৈরিতে ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো সরকারকে বুঝতে হবে।
অর্থমন্ত্রী আশ্বাস দেন, বাজেট পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নত দেশ হতে রাজস্ব প্রদানে অনেক পিছিয়ে রযেছে বাংলাদেশ।
আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানি আয় বৃদ্ধিতে জোর দিতে হবে বলে জানান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
																			
																		













