আগামী নির্বাচনেই ফাইনাল খেলার ফায়সালা হবে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনেই ফাইনাল খেলার ফায়সালা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলন-আন্দোলন বলে বিএনপি নেতারা শুকনো নদীতে জোয়ার উঠানোর চেষ্টা করছে।
আর, বিএনপি দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গলা শুকিয়ে আন্দোলনের জোয়ার আনতে পারছে না বিএনপি। বরং তারা আবারো লাশের রাজনীতিতে মেতেছে।
এদিকে, রাজধানীর মতিঝিলে পৃথক এক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো বিদ্যুতের বদলে খাম্বা উপহার দেয়নি। দিয়েছে শতভাগ বিদ্যুত।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না। কিন্তু সহিংসতা করে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন মাহবুব উল আলম হানিফ।