আগামী নির্বাচনে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী সংগঠন বলেই কানাডার আদালত বিএনপি নেতাদের আশ্রয়ে পঞ্চমবারের আবেদন খারিজ করে দেয়া হয়েছে। রংপুরে আলাদা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা।
বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়েছে।
এদিকে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর সমাবেশের আগের দিন সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
তিনি বলেন,আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব।
আগুন সন্ত্রাসে নয় আওয়ামী লীগ দেশের জনগনের উপর ভরসা করে বলেও জানান ওবায়দুল কাদের ।