আগামিকাল শনিবার ঢাকা-১০ আসনের উপ নির্বাচন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আগামিকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-১০ আসনের উপ নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা। এ সময় ইভিএম সহ অর্ধশতাধিক ধরনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। করোনা সংক্রামন রোধে ভোটা কেন্দ্রগুলোর জন্য দেয়া হয় টিস্যু ও হ্যান্ড স্যানিটাইজার। ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকতা দাবি করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনার ঝুঁকি ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও জানান রির্টার্নিং অফিসার।