শিগগিরই শুরু হবে আখাউড়া-সিলেট রুটে নতুন রেল লাইনের কাজ – রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের রেল সেবা উন্নতীকরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আখাউড়া-সিলেট রুটে নতুন রেল লাইনের কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন শেষে এসব বলেন তিনি। পুরাতন রেলওয়ের বর্তমান অবস্থা দেখতে ভোলাগঞ্জ আসেন রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের পরিত্যাক্ত বা অবব্যহৃত স্থাপনা এবং সম্পত্তিকে কিভাবে কাজে লাগনো যায়, সেই পরিকল্পনার বিষয়ে কথা বলেন মন্ত্রী। ভবিষ্যতে এটি সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।