আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি উপজেলা, ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।