আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে

- আপডেট সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিএনপি নয় আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিন সিটি নির্বাচনে। এ নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপির সাথে সংর্ঘষের ঘটনা খুব একটা চোখে পড়েনি। তবে, কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়াসহ বেশ কিছু অভিযোগ তুলেছেন সাধারণ ভোটার ও কাউন্সিলর প্রার্থীরা। বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় বেশ ক’জন গণমাধ্যমকর্মী আহত হয়েছে।
গোপন কক্ষে স্বাধীন চিত্তে নিজের ভোট দেয়ার কথা থাকলেও অনেকেই সে কথা রাখেনি। উপযাজক হয়ে ভোট দেয়ার গোপন কক্ষে ঢুকে এভাবেই বাধ্য করেছেন ভোট দিতে। মুঠোফোনে ধারণ করা এসব ভিডিও এসএটিভিতে পাঠিয়েছেন ভুক্তভোগীরা।
গোপনকক্ষে অনুপ্রবেশকারী ওইসব দুর্বৃত্তদের ইচ্ছার বাইরে গেলেই বেধরড়ক পেটানো হয়েছে সংশ্লিষ্ট ভোটারকে। গণমাধ্যকর্মীরা এসব নিয়ে ছবি তুলতে গেলে তাদেরও নির্মমভাবে পেটানো হয়।
ভোট কেন্দ্রগুলোতে এসব ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দেখা গেছে অনেকটা নির্ভার সময় কাটাতে। ক্যামেরার চোখে ধরা পড়া এই দৃশ্য রাজধানীর মালিবাগের আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ঘটে যাওয়া এই সংঘর্ষে বেশ ক’জন আহত হন। এ সময় আতঙ্কে পালিয়ে যায় অনেক ভোটার।
এছাড়াও রাজধানীর লালবাগ, ছাপড়া মসজিদ এবং কাফরুল এলাকায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, ভোট কেন্দ্রে এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে হামালার শিকার হন আগামী নিউজ২৪ ডট কমের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমন সহ বেশ ক’জন গণমাধ্যমকর্মী।