আওয়ামী লীগের আমলে ভোট সুষ্ঠু হয় না : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় এমন কথা হাস্যকর বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিয়ে রাজনীতি ও সরকারে টিকে থাকা আওয়ামী লীগ নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সকাল থেকেই মিছিল নিয়ে জড়ো হওয়ায় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়সহ সমগ্র পল্টন জুড়ে ছিল মিছিল আর শ্লোগানে মুখরিত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। নৃশংস এই হামলার নিন্দা জানিয়ে সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ছিলো নেতাদের মুখে।