আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। আর বিএনপির ওপরও আস্থা নেই। কিন্তু জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই এই দুই দলের ওপর বিরক্ত মানুষ। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের এ কথা বলেন।