আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে কবরে পাঠিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে ষড়যন্ত্রের নির্বাচনের দায়ে শামসুল হুদা থেকে নুরুল হুদা কমিশনের বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে কবরে পাঠিয়েছে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি’র রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয় সভায় তারা এ কথা বলেন। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতারা বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যালট বাতিল করে ইভিএমে যেতে চায় তারা। কিন্তু বার বার তামাশার নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু। সভায় রাজশাহী বিভাগের সকল জেলার বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।