আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন সুষ্ঠু নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন সুষ্ঠু নির্বাচন।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী এবং বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত চক্র সব সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করাসহ নির্বাচনকে বিভিন্ন সময় বিতর্কিত করার চেষ্টা করেছে। তবে এবার যতো চেষ্টাই করুক না কেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এর আগে, মন্ত্রী মো: তাজুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।















