আওয়ামী লীগ বর্গীদের মতো দেশের সম্পদ লুট করছে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার বর্গীদের মতো দেশের সম্পদ লুট করছে বলের মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দেশের আত্মাকে ধ্বংস করছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে সামনে ইউনিভার্সিটি টিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইউট্যাব এর মানববন্ধনে এসব কথা বলেন তিনি।সরকারের নির্যাতনে সাধারণ মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ছে। গুম ও খুন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা গুলো সচ্চার হয়ে উঠেছে। সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে তার সবচেয়ে বড় প্রমাণ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য।