আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে অস্বীকার করতে পারবে না : মোশাররফ

- আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে অস্বীকার করতে পারবে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প নেই, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবি পরিষদ আয়োজিত বাংলাদেশ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
ক্ষমতাসীম দল গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, দেশের সব অর্জন ম্লান করে দিয়েছে আওয়ামী লীগ। বিএনপিকে ভয় পায় বলেই গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করে তারা।
আওয়ামী লীগকে দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামত সম্ভব নয়, কারণ তারা গণতন্ত্র হত্যাকারী দল। আলোচনা সভায় সরকার পতনে পেশাজীবিদের ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহ্বানও জানান তিনি।