আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মুল করতে মাঠে নেমেছে প্রশাসন : রিজভী

- আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মুল করতে মাঠে নেমেছে প্রশাসন। আর দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজধানীর আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া প্রজন্ম দল।
আওয়ামী লীগ দুঃশাসনের মধ্যে দিয়েও বিএনপির গণতন্ত্র আন্দোলন চলমান রেখেছে বলে মন্তব্য করেন, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিএনপিকে ভয় পায় বলেই নেতাকর্মীদের কারাবন্দী করে রেখেছে আওয়ামী লীগ সরকার — মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাকশাল দুই প্রতিষ্ঠা করেছে সরকার।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে।