আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে আগামীতে দারিদ্র্য আরও কমানো হবে। এবারের রোজায় ইফতার পার্টি না করে, দলের নেতারা ইফতার বিতরণ করায় তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান দলীয় নেতাকর্মীদের।
গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও দারিদ্র্য কমানোর ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানাসহ দলের সিনিয়র নেতারা।