আওয়ামী লীগ ও বিএনপিতে ন্যায়বিচার না থাকায় অনেকে এখন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে: জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ও বিএনপিতে অনেক ধরনের রাজনৈতিক সুযোগ-সুবিধা ও ন্যায়বিচার না থাকায় অনেকে এখন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সকালে গাজীপুর মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, অনেকেই ভেবেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টি আগের চেয়ে আরো শক্তিশালী হচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকাসহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে মোঃ নেওয়াজ উদ্দিনকে সভাপতি এবং মোসারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।